বিরিশিরি (বিরিসিরি) ইদানীংকালের একটি জনপ্রিয় ভ্রমণস্থান। বিরিশিরি নামটা লোকমুখে খুব জনপ্রিয় হলেও এই অঞ্চলের আসল নাম সুসং দুর্গাপুর, যা নেত্রকোনা জেলার অন্তর্ভুক্ত। সুসং দুর্গাপুরের চীনামাটির পাহাড় এখানকার পর্যটকদের সবচেয়ে পছন্দের জায়গা। বিরিশিরি ভ্রমণ ও খরচ সম্পর্কে বিস্তারিত জানতে প্রবেশ করতে পারেন আমার ওয়েবসাইটে- https://bit.ly/2G5gOkT www.mrmworld.com/blog আমার Youtube চ্যানেলটি Subscribe করে এমন আরও ভিডিও তৈরি করতে উৎসাহ দিন।
ভিডিও, উপস্থাপনা, তথ্য – উপত্ত সবই এক কথায় অসাধারণ!
প্রশ্ন: যাত্রাপথে যে মাইক্রো করে গিয়েছিলেন, সেই মাইক্রো টা কোথায় রেখেছিলেন? মাইক্রো নিয়ে গেলে কোথায় রাখলে ভালো হবে? আর বাইকের বিকল্প হিসেবে কি সি এন জি বা অটো আছে? অটো র ভাড়া কেমন? আপনারা যেমন কয়েকটা জায়গা ঘুরেছেন, বিজিবি ক্যাম্প, ধর্মপল্লী, কমলা বাগান, রাশিমনি স্মৃতিসৌধ, এই সবগুলো জায়গায় ঘুরতে হলে কি অটো বা সি এন জি কি পাওয়া যাবে? আর খরচই বা কেমন? জানালে উপকৃত হব। ধন্যবাদ।