সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভুমি যার আয়তন ১০০০০ বর্গ কিলোমিটার বা ৩৯০০ বর্গমাইল। এর প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে ও ৪২৬০ বর্গকিলোমিটার ভারতে। ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে একে ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহ্যবাহী স্থান’ হিসেবে স্বীকৃতি দেয়। রয়েল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এই বনে নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল রয়েছে। বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা প্রায় ২০০I ইদানীং বাঘের প্রজনন বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
Leave A Comment